মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৭
১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৭। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) - এর পেছনে নামায পড়তাম তখন তাঁর ডানদিকে থাকাটা পছন্দ করতাম। যাতে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসেন। বারা' (রাযিঃ) বলেন, একদিন আমি শুনলাম, তিনি বলছেন, হে প্রতিপালক! তুমি আমাকে তোমার শাস্তি হতে রক্ষা কর। যেদিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে অথবা বললেন, একত্রিত করবে। (বর্ণনাকারীর সন্দেহ)। -মুসলিম
بَابُ الدُّعَاءِ فِي التَّشَهُّدِ
وَعَنِ الْبَرَاءِ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ سَوَّلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: «رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَو تجمع عِبَادك» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৪৭ | মুসলিম বাংলা