মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৮
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯২৮। হযরত আবু তালহা আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট তাশরীফ আনলেন। তখন তার চেহারায় খুশীর নিদর্শন পরিলক্ষিত হচ্ছিল। তিনি বললেন, আমার নিকট জিবরাঈল এসে বলেছেন, হে মুহাম্মাদ! আপনার প্রভু বলছেন যে, এটা কি আপনার সন্তুষ্টি বিধান করবে না যে, আপনার যে কোন উম্মত আপনার প্রতি একবার দরূদ পাঠ করলে নিশ্চয় আমি তার উপর দশবার রহমত বর্ষণ করব? এভাবে আপনার যে কোন উম্মত আপনার উপর একবার সালাম পাঠালে আমি তার প্রতি দশবার শান্তি বর্ষণ করব। -নাসায়ী, দারেমী
وَعَن أبي طَلْحَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبِشْرُ فِي وَجْهِهِ فَقَالَ: إِنَّهُ جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لَا يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا وَلَا يُسَلِّمُ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا؟ . رَوَاهُ النَّسَائِيُّ وَالدَّارِمِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯২৮ | মুসলিম বাংলা