মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২০
১৬. প্রথম অনুচ্ছেদ - নাবী (ﷺ)-এর ওপর দরূদ পাঠ ও তার মর্যাদা
৯২০। হযরত আবু হুমাইদ সায়েদী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা আপনার উপর কিভাবে দরূদ পাঠ করব? তিনি বললেন, তোমরা বলবে “আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আযওয়াজিহী ওয়া যুররিয়্যাতিহী কামা ছাল্লাইতা আলা আলি ইবরাহীমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আযওয়াজিহী ওয়া যুররিইয়্যাতিহি কামা বারাকতা আলা ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।” অর্থাৎ হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ (ﷺ) এবং তার স্ত্রীগণ ও বংশধরদের প্রতি রহমত নাযিল করুন। যেভাবে আপনি হযরত ইবরাহীমের পরিবার-পরিজনের প্রতি রহমত নাযিল করেছেন। আর আপনি হযরত মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর স্ত্রীগণ ও বংশধরগণের প্রতি বরকত নাযিল করুন। যেভাবে আপনি হযরত ইবরাহীমের পরিবারের প্রতি বরকত নাযিল করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। -বুখারী, মুসলিম
بَابُ الصَّلَوةِ عَلَى النَّبِىِّ ﷺ وَفَضْلِهَا
وَعَن أبي حميد السَّاعِدِيِّ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نصلي عَلَيْك؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُولُوا: اللَّهُمَّ صلى الله عَلَيْهِ وَسلم عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حُمَيْدٌ مجيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯২০ | মুসলিম বাংলা