মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১০
১৫. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদ
৯১০। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন কুরআনের সূরা শিক্ষা দেয়ার মত। তিনি বলতেন, “আত্তাহিয়্যাতুল্ মুবারাকাতুছ ছালাওয়াতুত্ তাইয়্যিবাতু লিল্লাহিস সালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিহ্ ছালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।” (অর্থাৎ যাবতীয় কল্যাণকর সম্মান, যাবতীয় ইবাদাত, যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি আল্লাহর শান্তি, তাঁর রহমত-বরকত, বর্ধিত হউক এবং আমাদের প্রতি ও আল্লাহর পুণ্যবান বান্দাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হউক। আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও তাঁর রাসূল। -মুসলিম, মিশকাত গ্রন্থকার বলেন, “সালামুন আলাইকা” এবং “সালামুন আলাইনা” আলিফ লাম ছাড়া বুখারী, মুসলিম ও এদের সঙ্কলন হুমাইদীর কিতাবে কোনখানে পাই নি কিন্তু জামেউল উছূল গ্রন্থকার তিরমিযী হতে এরূপই রেওয়ায়াত করেছেন।
بَابُ التَّشَهُّدِ
وَعَن عبد الله بن عَبَّاس أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ» . رَوَاهُ مُسْلِمٌ وَلَمْ أَجِدْ فِي الصَّحِيحَيْنِ وَلَا فِي الْجَمْعِ بَين الصَّحِيحَيْنِ: «سَلام عَلَيْك» و «سَلام عَلَيْنَا» بِغَيْرِ أَلْفٍ وَلَامٍ وَلَكِنْ رَوَاهُ صَاحِبُ الْجَامِع عَن التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামাযের প্রত্যেক বৈঠকে আত্তাহিয়্যাতু... পাঠ করতে হয়। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫১০) হযরত ইবনে মাসউদ রা. থেকে একটি হাসান সনদে বর্ণিত আছে যে, তাশাহহুদ নিঃশব্দে পড়া ছুন্নাতের অনত্মর্ভূক্ত। (তিরমিযী: ২৯১) এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, তাশাহহুদ নীরবে পড়তে হয়। আর এটাই উম্মাতের সর্বসম্মত আমল।
