মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৫
১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৫। হযরত নাফে' হতে বর্ণিত। তিনি বলেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বলতেন, যে ব্যক্তি ললাট যমিনে রাখে (অর্থাৎ সিজদাহ করে) সে যেন উভয় হাতও তথায় রাখে, যেখানে কপাল রেখেছে। কেননা হস্তদ্বয় কপালের সিজদাহ করার ন্যায় সিজদাহ করে। —মালেক
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ فَلْيَضَعْ كَفَّيْهِ عَلَى الَّذِي وَضَعَ عَلَيْهِ جَبْهَتَهُ ثُمَّ إِذَا رَفَعَ فَلْيَرْفَعْهُمَا فَإِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান