মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৯১
- নামাযের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৯১। হযরত আব্দুল্লাহ ইবনে মালেক ইবনে বুহাইনা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) যখন সিজদাহ করতেন, তাঁর হাত দু'টোর মাঝে ফাঁক রখতেন। যাতে তাঁর বগলদ্বয়ের শুভ্রতা দেখা যেত। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الْسُّجُوْدِ وَفَضْلِه
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ بن بُحَيْنَة قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاض إبطَيْهِ