আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৬২
২১৪৩. সা‘ঈদ ইবনে যায়দ (রাযিঃ)- এর ইসলাম গ্রহণ
৩৫৮৩। কুতায়বা ইবনে সা‘ঈদ (রাহঃ) .... কায়স (রাহঃ) বলেন, আমি সা‘ঈদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফায়ল (রাযিঃ)- কে কুফার মসজিদে বলতে শুনেছি যে, তিনি বলেন, আল্লাহর কসম, উমরের ইসলাম গ্রহণের পূর্বে আমার ইসলাম গ্রহণের কারণে তাঁর হাতে আমাকে বন্দী অবস্থায় দেখেছি। তোমরা উসমান (রাযিঃ)- এর সথে যে ব্যবহার করলে এ কারণে যদি উহুদ পাহাড় দীর্ণ-বিদীর্ণ হয়ে যায় তবে তা হওয়া সঙ্গতই হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন