মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৭৯
- নামাযের অধ্যায়
১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - রুকূ‘
৮৭৯। হযরত ওকবাহ ইবনে আমের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, “ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আজীম” অর্থাৎ তোমরা মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা কর। এই আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটিকে তোমাদের রুকূর জন্যে নির্দিষ্ট কর। এভাবে “সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা” অর্থাৎ তোমরা উচ্চ মর্যাদাবান প্রভুর নামের পবিত্রতা ঘোষণা কর। এই আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটিকে তোমাদের সিজদার জন্যে নির্দিষ্ট কর। -আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী
كتاب الصلاة
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: لَمَّا نَزَلَتْ (فسبح باسم رَبك الْعَظِيم)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ» فَلَمَّا نَزَلَتْ (سَبِّحِ اسْمَ رَبك الْأَعْلَى)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه والدارمي
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ» فَلَمَّا نَزَلَتْ (سَبِّحِ اسْمَ رَبك الْأَعْلَى)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْن مَاجَه والدارمي