মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৭
- নামাযের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৭৭। হযরত রিফাআ ইবনে রাফে' (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা নবী পাক (ﷺ)-এর পেছনে নামায পড়ছিলাম। তিনি রুকূ হতে মাথা উঠানোর সময় বললেন, “সামিআল্লাহু লিমান হামিদাহ" এই সময় তাঁর পেছনে এক ব্যক্তি বলল, “রাব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাছীরান, ত্বাইয়্যিবান, মুবারাকান ফীহি” অর্থাৎ হে প্রভু! তোমারই প্রশংসা অফুরন্ত প্রশংসা, পবিত্র এবং কল্যাণকর প্রশংসা। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নামায শেষ করে বললেন, “এই সময় কে এই সকল কথা বলল?” সে জবাব দিল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি। তিনি বললেন, আমি ত্রিশজনের বেশী ফিরিশতাকে দেখলাম, তারা তাড়াহুড়া করছে যে, এটা কার আগে কে লিখবে। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الرُّكُوْعِ
وَعَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ قَالَ: كُنَّا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» . فَقَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» قَالَ: أَنَا. قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبهَا أول» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)