মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৫
- নামাযের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৭৫। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) রুকূ হতে পিঠ উঠানোর সময় বলতেন, আল্লাহ শোনেন যে তাঁর প্রশংসা করে হে প্রভু! তোমারই প্রশংসা আসমান ও যমিনের পরিপূর্ণতার সমান। অতঃপর তুমি যা চাও, তার পূর্ণতার সমান। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الرُّكُوْعِ
وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ من شَيْء بعد» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮৭৫ | মুসলিম বাংলা