মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭২
- নামাযের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৭২। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) তাঁর রুকূ এবং সিজদায় বলতেন, “সুব্বূহুন কুদ্দূসুন রাব্বুল মালাইকাতি ওয়াররূহ” অর্থাৎ আল্লাহ্ পাক অতি পবিত্র, অতি মহান। তিনি ফিরিশতাগণ এবং রূহের (অর্থাৎ জিবরাঈল ফিরিশতার) প্রভু। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الرُّكُوْعِ
وَعَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «سُبُّوحٌ قُدُّوسٌ رب الْمَلَائِكَة وَالروح» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮৭২ | মুসলিম বাংলা