মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৬৯
- নামাযের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৬৯। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) রুকূ সিজদাহ, দুই সিজদার মাঝে বসা এবং রুকূর পর সোজা হয়ে দাঁড়ানোর সময়ের পরিমাণ প্রায় একরূপ ছিল, দাঁড়ান এবং বৈঠকে পরিমাণ ছাড়া। (অর্থাৎ এই দুইটির সময়ের পরিমাণ দীর্ঘ হতো।) -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ الرُّكُوْعِ
وَعَنِ الْبَرَاءِ قَالَ: كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ وَإِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ مَا خَلَا الْقيام وَالْقعُود قَرِيبا من السوَاء
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ র.-এর আমল ছিলো রুকু থেকে উঠে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে তারপরে সিজদা করা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭, ৫০৫)