আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৫৬
২১৩৮. নবী কারীম (ﷺ) ও সহাবীগণ মক্কার মুশরিকদের দ্বারা যে সব নির্যাতন ভোগ করেছেন তার বিবরণ
৩৫৭৭। আইয়্যাশ ইবনুল ওয়ালিদ (রাহঃ) .... উরওয়া ইবনে যুবায়ের (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাযিঃ)- এর নিকট বললাম, মক্কার মুশরিক কর্তৃক নবী কারীম (ﷺ)- এর সঙ্গে সর্বাপেক্ষা কঠোর আচরণের বর্ণনা দিন। তিনি বললেন, একদিন নবী কারীম (ﷺ) কা‘বা শরীফের (পশ্চিম পার্শ্বস্থ) হিজর নামক স্থানে নামায আদায় করছিলেন। তখন উকবা ইবনে আবু মু‘য়াইত এল এবং তার চাঁদর দিয়ে নবী কারীম (ﷺ)- এর কন্ঠনালী পেচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলল। তখন আবু বকর (রাযিঃ) এগিয়ে এসে উকবাকে কাঁধে ধরে নবী কারীম (ﷺ)- এর নিকট থেকে সরিয়ে দিলেন এবং বললেন, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি বলেন, একমাত্র আল্লাহ্ তাআলাই আমাদের প্রতিপালক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন