মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৩
- নামাযের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮২৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে নামায পড়বে, তার নামায অপূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ। তখন আবু হুরায়রাহ (রাযিঃ)-কে জিজ্ঞেস করা হল, আমরাতো থাকি ইমামের পিছনে। তিনি বললেন, তুমি মনে মনে পাঠ করবে। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্ বলেন, আমি নামাযকে আধাআধিরূপে আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগ করেছি। আর আমার বান্দার জন্য রয়েছে, যা সে চাইবে। যখন বান্দা বলে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন তখন আল্লাহ্ পাক বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা আর রহমানির রাহীম বলে, তখন আল্লাহ্ পাক বলেন, আমার বান্দা আমার গুণগান ঘোষণা করল এবং যখন বান্দা মালিকি ইয়াওমিদ্দীন বলে, তখন আল্লাহ্ বলেন, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করল এবং যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু বলে তখন আল্লাহ্ বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যে আধাআধি এবং আমার বান্দার জন্য তা রয়েছে, যা সে চেয়েছে। আর যখন বান্দা ইহদিনাছ ছিরাত্বাল মুস্তাক্বীমা ছিরাতাল্লাযীনা আন'আমতা 'আলাইহিম গাইরিল মাগদ্বুবী আলাইহিম ওয়ালাদ্ব দ্বোয়াল্লীন বলে তখন আল্লাহ্ বলেন, আমার বান্দা যা চায় তা তার জন্য রয়েছে। —মুসলিম
كتاب الصلاة
بَابُ الْقِرَاءَةِ فِى الصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ ثَلَاثًا غَيْرُ تَمَامٍ» فَقِيلَ لِأَبِي هُرَيْرَةَ: إِنَّا نَكُون وَرَاء الإِمَام فَقَالَ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ (الْحَمد لله رب الْعَالمين)

قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ (الرَّحْمَن الرَّحِيم)

قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ (مَالك يَوْم الدّين)

قَالَ مجدني عَبدِي وَقَالَ مرّة فوض إِلَيّ عَبدِي فَإِذا قَالَ (إياك نعْبد وَإِيَّاك نستعين)

قَالَ هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالّين)

قَالَ هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৮২৩ | মুসলিম বাংলা