মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮১২
- নামাযের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - তাকবীরে তাহরীমার পর যা পড়তে হয়
৮১২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকবীরে তাহরীমা এবং কিরাতের মাঝখানে কিছু সময় নীরব থাকতেন। একবার আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত। আপনি তাকবীর এবং কিরাতের মাঝখানে যে (কিছু সময়) নীরব থাকেন ঐ সময় কি বলেন? তিনি বললেন, আমি বলি, হে আল্লাহ্! আমার এবং গুনাহসমূহের মধ্যে ব্যবধান করে দিন, যেভাবে আপনি মাশরেক ও মাগরেবের মধ্যে ব্যবধান করেছেন। হে আল্লাহ্! আপনি আমাকে গুনাহ হতে পরিষ্কার করে দিন, যেভাবে সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করা হয়। হে আল্লাহ্! আপনি আমার গুনাহসমূহকে পানি, বরফ এবং মুষলধারায় বৃষ্টি দ্বারা ধুয়ে ফেলুন। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ مَا يُقْرَاُ بَعْدَ التَّكْبِيْرِ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يسكت بَين التَّكْبِير وَبَين الْقِرَاءَة إسكاتة قَالَ أَحْسبهُ قَالَ هنيَّة فَقلت بِأبي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَة مَا تَقُولُ قَالَ: «أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ والثلج وَالْبرد»