মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৭
- নামাযের অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের নিয়ম-কানুন
৮০৭। হযরত ইকরিমাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি মক্কায় এক শায়খের (হযরত আবু হুরায়রাহ (রাযিঃ)-এর) পিছনে নামায পড়লাম। তিনি নামাযে মোট বাইশবার তাকবীর বললেন। (অতঃপর) আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর নিকট বললাম যে, লোকটি নির্বোধ বৈকি! তা শুনে তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। (অর্থাৎ তুমি ধ্বংস হও)। এটা তো হযরত আবুল কাসেম (ﷺ)-এরই তরীকা। -বুখারী
كتاب الصلاة
وَعَنْ عِكْرِمَةَ قَالَ: صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّهُ أَحْمَقُ فَقَالَ: ثَكَلَتْكَ أُمُّكَ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)