মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৮
৯. তৃতীয় অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮৮। হযরত কা'ব আহবার (রহ) বলেন, কোন মুছল্লির সম্মুখ দিয়ে গমনকারী যদি তার ক্ষতির পরিমাণ বুঝতে পারত, তা হলে সে সম্মুখ দিয়ে গমন না করে নিজের যমিনে ধসে যাওয়াকেই উত্তম মনে করত।
অপর এক বর্ণনায় রয়েছে যে, ধসে যাওয়াকে সহজ মনে করত। —মালেক
অপর এক বর্ণনায় রয়েছে যে, ধসে যাওয়াকে সহজ মনে করত। —মালেক
وَعَنْ كَعْبِ الْأَحْبَارِ قَالَ: لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يُخْسَفَ بِهِ خَيْرًا مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ. وَفِي رِوَايَةٍ: أَهْوَنَ عَلَيْهِ. رَوَاهُ مَالِكٌ
