মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৮০
- নামাযের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৮০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি একটি মাদী গাধায় আরোহণ করে এলাম। তখন আমার বয়স বালেগ হওয়ার নিকটবর্তী। ঐ সময় রাসূলুল্লাহ (ﷺ) মিনায় কোন দেয়ালের আড়াল ছাড়া লোকজন নামায পড়ছিলেন। তখন আমি কাতারের একাংশের সম্মুখ দিয়ে গেলাম। তারপর গাধাটিকে চরার জন্য ছেড়ে দিয়ে আমি কাতারে প্রবেশ করলাম; কিন্তু আমার এই কাজে কেউ কোনরূপ বাধা দিল না। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ السُّتْرَةِ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ فَمَرَرْتُ بَين يَدي الصَّفّ فَنزلت فَأرْسلت الْأَتَانَ تَرْتَعُ وَدَخَلْتُ فِي الصَّفِّ فَلَمْ يُنْكِرْ ذَلِك عَليّ أحد
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৭৮০ | মুসলিম বাংলা