মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৩
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্‌র (সতর)
৭৬৩। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে যে, তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, (ইয়া রাসূলাল্লাহ সা)! মহিলারা কি শুধু জামা এবং ওড়না পরেই লুঙ্গি পরা ব্যতিরেকে নামায পড়তে পারে? তিনি বললেন, হ্যাঁ, যদি জামা এরূপ বড় হয় যে, পায়ের পাতা ঢেকে যায়। —আবু দাউদ
আবু দাউদ (রহ) বলেছেন যে, অনেক মুহাদ্দিছ এটাকে স্বয়ং উম্মে সালামা (রাযিঃ)-এর উক্তি বলেই সাব্যস্ত করেছেন। এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্তি নয়।
وَعَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُصَلِّي الْمَرْأَةُ فِي درع وخمار لَيْسَ عَلَيْهَا إِزَارٌ؟ قَالَ: «إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذَكَرَ جمَاعَة وَقَفُوهُ على أم سَلمَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান