মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬০
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬০। হযরত সালামাহ ইবনে আকওয়া (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি একজন শিকারী ব্যক্তি; সুতরাং আমি (লুঙ্গি ব্যতীত) এক জামায় নামায পড়তে পারি কি? তিনি বললেন, হ্যাঁ। তবে তার বোতাম লাগিয়ে দিবে। বোতাম না থাকলে কাঁটা দ্বারা হলেও ফাঁকা বন্ধ করে দিবে। -আবু দাউদ
ইমাম নাসায়ী (রহ)ও এরূপ বর্ণনা করেছেন।
ইমাম নাসায়ী (রহ)ও এরূপ বর্ণনা করেছেন।
عَن سَلمَة بن الْأَكْوَع قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ أَصِيدُ أَفَأُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ؟ قَالَ: نَعَمْ وَازْرُرْهُ وَلَوْ بِشَوْكَةٍ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى النَّسَائِيّ نَحوه
