মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৫৮
- নামাযের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - সাত্‌র (সতর)
৭৫৮। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত আয়েশা (রাযিঃ)-এর একটি পর্দা ছিল, যা তিনি তাঁর কক্ষের একদিকে টানিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তোমার এই পর্দাটি আমাদের নিকট হতে সরিয়ে ফেল। কেননা সেটির ছবিগুলো নামাযের মধ্যে আমার নজরে পড়তে থাকে। -বুখারী
كتاب الصلاة
بَابُ السَّتْرِ
وَعَن أنس قَالَ: كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا فَإِنَّهُ لَا يَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ لِي فِي صَلَاتِي» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)