মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৬
- নামাযের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৩৬। মুআবিয়া ইবনে কুররাহ (রহ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) দু'টো গাছ তথা পিঁয়াজ এবং রসুন ভক্ষণ করতে নিষেধ করেছেন এবং বলেছেন, যে তা ভক্ষণ করবে সে যেন আমাদের মসজিদের নিকট আগমন না করে। তিনি আরও বলেছেন, তোমাদের একান্তই তা খেতে হলে রান্না করে দুর্গন্ধ বিনাশ করার পর খাবে। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَن مُعَاوِيَة بن قُرَّة عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ يَعْنِي الْبَصَلَ وَالثُّومَ وَقَالَ: «مَنْ أَكَلَهُمَا فَلَا يَقْرَبَنَّ مَسْجِدنَا» . وَقَالَ: «إِن كُنْتُم لابد آكليهما فأميتوهما طبخا» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৭৩৬ | মুসলিম বাংলা