মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১৩
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭১৩। হযরত জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি নবী পাক (ﷺ)-কে বলতে শুনেছি, খবরদার! তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীগণ এবং নেককার লোকগণের কবরসমূহকে মসজিদ বানিয়ে নিয়েছিল। খবরদার! তোমরা কবরসমূহকে মসজিদ বানাবে না। আমি তোমাদেরকে ঐ কাজ হতে সুস্পষ্টরূপে নিষেধ করছি। -মুসলিম
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
وَعَن جُنْدُب قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৭১৩ | মুসলিম বাংলা