মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৭১০
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭১০। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ নামাযে দাঁড়িয়ে যেন তার সামনের দিকে থু থু না কেননা সে আল্লাহর সাথে আলাপে থাকে যতক্ষণ তার জায়নামাযে থাকে। ডানদিকেও থু থু ফেলবে না। কেননা তার ডানদিকে থাকে ফিরিশতা; বরং সে যেন থু থু নিক্ষেপ করে তার বামদিকে অথবা তার পায়ের নীচে। তারপর তা মাটি দ্বারা ঢেকে ফেলে। -বুখারী, মুসলিম
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَبْصُقْ أَمَامَهُ فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلَّاهُ وَلَا عَنْ يَمِينِهِ فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ فَيَدْفِنُهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৭১০ | মুসলিম বাংলা