মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮৪
৬. প্রথম অনুচ্ছেদ - বিলম্বে আযান
৬৮৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে রাত্রে পথ চলছিলেন। এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন এবং বিশ্রাম গ্রহণ করলেন। তিনি বেলালকে বললেন, আমাদের নামাযের জন্য তুমি রাতের দিকে লক্ষ্য রেখ। অতঃপর বেলাল (রাযিঃ) সাধ্যমত নামায পড়লেন এবং রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ নিদ্রাচ্ছন্ন রইলেন। যখন ফজর ঘনিয়ে এল, বেলাল সূর্যোদয়ের প্রান্তের দিকে মুখ করে তাঁর উটের গায়ে হেলান দিয়ে থাকলেন। ফলে তাঁর চক্ষুদ্বয় তাঁকে পরাস্ত করে ফেলল। তিনি হেলান দেয়া অবস্থায়ই ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ), বেলাল (রাযিঃ) সাহাবীদের মধ্যে কেউই জাগ্রত হতে পারলেন না যে পর্যন্ত না সূর্যের কিরণ তাদের গায়ে লাগল। এরপর সর্বপ্রথম রাসূলুল্লাহ (ﷺ)-ই নিদ্রা হতে জেগে উঠলেন। তিনি ব্যস্তত্রস্ত হয়ে ডাকলেন, বেলাল! (তোমার কি হয়েছে?) বেলাল (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আমাকে তাই পরাভূত করেছে যা আপনাকে পরাভূত করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, বাহনসমূহ নিয়ে অগ্রসর হও। তাঁরা তাঁদের উটগুলোসহ কিছুটা সামনে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) অজু করলেন। তারপর বেলাল (রাযিঃ)-কে নির্দেশ দিলে তিনি নামাযের একামত দিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) সাথীদেরকে ফজরের নামায পড়ালেন এবং বললেন, কেউ নামাযের কথা ভুলে গেলে তা স্মরণ হওয়া মাত্র যেন সে তা পড়ে নেয়। কেননা আল্লাহ্ পাক ইরশাদ করেছেন, নামায কায়েম কর আমার স্মরণে। -মুসলিম
بَابُ تَاخِيْرِ الْاَذَانِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ سَارَ لَيْلَةً حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ: اكْلَأْ لَنَا اللَّيْلَ. فَصَلَّى بِلَالٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلَال إِلَى رَاحِلَته موجه الْفَجْرِ فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمُ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَهُمُ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْ بِلَالُ» فَقَالَ بِلَالٌ أَخَذَ بِنَفْسَيِ الَّذِي أَخَذَ بِنَفْسِكَ قَالَ: «اقْتَادُوا» فَاقْتَادَوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمُ الصُّبْحَ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ: مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذكرهَا فَإِن الله قَالَ (أقِم الصَّلَاة لذكري)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৮৪ | মুসলিম বাংলা