মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮০
৬. প্রথম অনুচ্ছেদ - বিলম্বে আযান
৬৮০। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, বেলাল (কিছু) রাত থাকতে আযান দেয়; সুতরাং তখন তোমরা পানাহার করো যে পর্যন্ত না ইবনে উম্মে মাকতুম আযান দেয়। ইবনে ওমর (রাযিঃ) বলেন, ইবনে উম্মে মাকতুম জনৈক অন্ধ ব্যক্তি ছিলেন। তাকে যে পর্যন্ত না বলা হত যে, ভোর হয়েছে ভোর হয়েছে, সে পর্যন্ত তিনি আযান দিতেন না। -বুখারী, মুসলিম
بَابُ تَاخِيْرِ الْاَذَانِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن بِلَالًا يُؤذن بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُوم» ثمَّ قَالَ: وَكَانَ رَجُلًا أَعْمَى لَا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: أَصبَحت أَصبَحت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৮০ | মুসলিম বাংলা