মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৭০
- নামাযের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আযানের ফযীলত ও মুয়াযযিনের উত্তর দান
৬৭০। হযরত আবু উমামাহ অথবা রাসূলুল্লাহ (ﷺ)-এর অপর এক সাহাবী বলেছেন, একদা হযরত বেলাল (রাযিঃ) একামত বলতে শুরু করলেন, যখন তিনি ক্বাদ ক্বামাতিছ ছালাহ বললেন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আকামাহাল্লাহু ওয়া আদামাহা” অর্থাৎ আল্লাহ্ নামাযকে সুপ্রতিষ্ঠিত করুন এবং তাকে স্থায়ী করুন। আর বাকী সমস্ত একামতে হযরত ওমর (রাযিঃ) বর্ণিত হাদীসে আযানের জবাবে যেরূপ উল্লেখ রয়েছে সেরূপই বললেন। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي أُمَامَةَ أَوْ بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ بِلَالًا أَخَذَ فِي الْإِقَامَةِ فَلَمَّا أَنْ قَالَ قَدْ قَامَتِ الصَّلَاةُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا» وَقَالَ فِي سَائِر الْإِقَامَة: كنحو حَدِيث عمر رَضِي الله عَنهُ فِي الْأَذَان. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ভিত্তিতে প্রমাণিত হয় যে, মুআজ্জিন ইকামাতের সময় যে শব্দগুলো উচ্চারণ করে সেগুলো দ্বারা ইকামাতের জবাব দেয়া মুস্তাহাব। আর মুআজ্জিন যখন قد قامت الصلاة বলবেন তখন শ্রোতারা তার জবাবে أَقَامَهَا الله وَأَدَامَهَا বলবে। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫৭)