মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫২
৪. তৃতীয় অনুচ্ছেদ - আযান
৬৫২। ইমাম মালেক (রহ)-এর নিকট নির্ভরযোগ্য সূত্রে এই হাদীস পৌঁছেছে যে, একজন মুযায়যিন হযরত ওমর (রাযিঃ)-এর নিকট তাঁকে ফজরের নামাযের জন্য জাগাতে এল। (এসে সে) তাকে নিদ্রিত অবস্থায় পেয়ে বলল, “আচ্ছালাতু খাইরুম মিনান্নাওম” অর্থাৎ নিদ্রা হতে নামায উত্তম। তখন হযরত ওমর (রাযিঃ) তা ফজরের নামাযের আযানেই যুক্ত করতে বললেন। —বুখারী, মুসলিম
وَعَن مَالك بَلَغَهُ أَنَّ الْمُؤَذِّنَ جَاءَ عُمَرَ يُؤْذِنُهُ لِصَلَاةِ الصُّبْحِ فَوَجَدَهُ نَائِمًا فَقَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فَأَمَرَهُ عُمَرُ أَنْ يَجْعَلَهَا فِي نِدَاءِ الصُّبْح. رَوَاهُ فِي الْمُوَطَّأ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
