মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬১৮
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬১৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একরাত্রে রাসূলুল্লাহ (ﷺ) ইশার নামাযে তিনি বের হলেন না। এভাবে আমাদেরকে নিয়ে ইমামতি করলেন যে, প্রথমে প্রায় অর্ধরাত্র অতীত হয়ে গেল। তারপর বের হয়ে বললেন, তোমরা যে যার স্থানে বস। আমরা বসলাম। তিনি বললেন, অন্যান্য লোকজন নামায সম্পন্ন করেছে এবং শয্যাও গ্রহণ করেছে। আর তোমরা নিশ্চয় নামাযেই রয়েছ, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাযের অপেক্ষায় আছ। দুর্বলদের দুর্বলতা এবং পীড়িত ব্যক্তির পীড়ার আশংকা না থাকলে আমি এই নামাযকে অর্ধরাত্রি পর্যন্ত বিলম্বিত করে পড়তাম। —আবু দাউদ, নাসায়ী
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَتَمَة فَلم يخرج إِلَيْنَا حَتَّى مَضَى نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ فَقَالَ: «خُذُوا مَقَاعِدَكُمْ» فَأَخَذْنَا مَقَاعِدَنَا فَقَالَ: «إِنَّ النَّاسَ قد صلوا وَأخذُوا مضاجعهم وَإِنَّكُمْ لم تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ وَلَوْلَا ضَعْفُ الضَّعِيفِ وَسَقَمُ السَّقِيمِ لَأَخَّرْتُ هَذِهِ الصَّلَاةَ إِلَى شَطْرِ اللَّيْلِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৮ | মুসলিম বাংলা