মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬০৪
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬০৪। হযরত আবু কাতাদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, নিদ্রায় কোন দোষারোপ হয় না, দোষারোপ হয় সজাগ থাকার ক্ষেত্রে; সুতরাং যখন তোমাদের কেউ কোন নামায ভুলে যায় কিংবা তা না পড়ে ঘুমিয়ে পড়ে। তাহলে স্মরণ হওয়া মাত্র তা আদায় করে নেবে। কেননা আল্লাহ্ পাক বলেছেন, নামায কায়েম কর, আমার স্মরণে। (সূরা ত্বহাঃ ১৪) -মুসলিম
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ. فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَعَالَى قَالَ: (وَأَقِمِ الصَّلَاةَ لذكري)

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৪ | মুসলিম বাংলা