মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬০০
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬০০। হযরত আবু যর গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু যর! তখন তোমার কি অবস্থা হবে যখন তোমার উপর এরূপ শাসক হবে যারা নামাযের প্রতি উদাসীন হবে, অথবা নামাযকে নামাযের সময় হতে পিছিয়ে দিবে? আমি বললাম, আপনি তখন আমাকে কি করতে বলেন? তিনি বললেন, নামায যথাসময়ে পড়বে। তারপর যদি সেই নামায আবার তাদের সাথে পাও, তবে পুনরায় পড়বে। তা তোমার জন্য নফল হবে। -মুসলিম
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُمِيتُونَ الصَّلَاةَ أَوْ قَالَ: يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟ قُلْتُ: فَمَا تَأْمُرُنِي؟ قَالَ: صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَك نَافِلَة. رَوَاهُ مُسلم
