মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯৭
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৫৯৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন যে, সাহাবীগণ এশার নামায পড়তেন আকাশের লালিমা অদৃশ্য হওয়ার পর হতে রাত্রের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত। -বুখারী, মুসলিম
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانُوا يُصَلُّونَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يغيب لاشفق إِلَى ثلث اللَّيْل الأول
