মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৯১
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৫৯১। আবু সাঈদ হতে বুখারীর অপর এক বর্ণনায় রয়েছে নামাযের স্থলে যোহরকে। কেননা উত্তাপের আধিক্য দোযখের তাপ বিশেষ দোযখ তার প্রতিপালকের নিকট অভিযোগ করেছিল, হে প্রতিপালক! (উত্তাপের তীব্রতায়) আমার একাংশ অপরাংশকে খেয়ে ফেলছে। তখন তিনি তাকে দু'টো নিঃশ্বাসের অনুমতি দিলেন। একটি শীতে এবং অপরটি গ্রীষ্মে। এই কারণেই তোমরা গ্রীষ্মে তাপের আধিক্য অনুভব কর এবং শীতে ঠাণ্ডার আধিক্য অনুভব কর। -বুখারী, মুসলিম
বুখারীর বর্ণনান্তরে রয়েছে, তোমরা যে গরমের আধিক্য অনুভব কর তা দোযখের উত্তপ্ত নিঃশ্বাসের কারণেই এবং তোমরা যে ঠাণ্ডার আধিক্য অনুভব কর তা তার শীতল নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে।
বুখারীর বর্ণনান্তরে রয়েছে, তোমরা যে গরমের আধিক্য অনুভব কর তা দোযখের উত্তপ্ত নিঃশ্বাসের কারণেই এবং তোমরা যে ঠাণ্ডার আধিক্য অনুভব কর তা তার শীতল নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে।
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ عَنْ أَبِي سَعِيدٍ: بِالظُّهْرِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ: رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحر وَأَشد مَا تَجِدُونَ من الزَّمْهَرِير . وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: «فَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ فَمِنْ سَمُومِهَا وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْبرد فَمن زمهريرها»
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, গরমকালে রসূল স. যোহরের নামায ঠান্ডা করে পড়তে বলেছেন অর্থাৎ দেরি করে পড়তে বলেছেন যাতে সূর্যের তাপ কমে ঠান্ডা হয়ে যায়। এ বিষয়টি হযরত আবু মাসউদ বদরী রা. থেকে আবু দাউদ শরীফের একটি হাদীসে আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَرُبَّمَا أَخَّرَهَا حِينَ يَشْتَدُّ الْحَرُّ، আমি রসূল স.কে দেখেছি সূর্য ঢলে পড়ার সাথে সাথে যোহরের নামায আদায় করতেন। তবে গরমের প্রচন্ডতা বৃদ্ধি পেলে তিনি নামায দেরি করে আদায় করতেন। (আবু দাউদ-৩৯৪)
