মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮৯
২. প্রথম অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৫৮৯। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা যখন নবী পাক (ﷺ)-এর পিছনে যোহর পড়তাম, আমরা গরম হতে বাঁচার জন্য আমাদের কাপড়ের উপর সিজদাহ করতাম। বুখারী, মুসলিম
بَابُ تَعْجِيْلِ الصَّلَوَاتِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالظَّهَائِرِ سَجَدْنَا على ثيابنا اتقاء الْحر
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৯ | মুসলিম বাংলা