আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৩০
২১৩৫. কা‘বা গৃহের নির্মাণ
৩৫৫৩। আবু নু‘মান (রাহঃ) .... আমর ইবনে দীনার ও উবাইদুল্লাহ ইবনে আবু ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন, নবী কারীম (ﷺ)- এর যুগে কা‘বা গৃহের চতুষ্পার্শ্বে কোন প্রাচীর ছিল না। লোকজন কা‘বা গৃহকে কেন্দ্র করে তার চারপাশে নামায আদায় করত। উমর (রাযিঃ) (তাঁর খিলাফত কালে) কা‘বার চতুষ্পার্শ্বে প্রাচীর নির্মাণ করেন। উবাইদুল্লাহ (রাহঃ) বলেন, এ প্রাচীর ছিল নীচু, আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) (তাঁর যুগে দীর্ঘ ও উঁচু) প্রাচীর নির্মাণ করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন