মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৮৪
১. তৃতীয় অনুচ্ছেদ - (সালাতের) সময়সমূহ
৫৮৪। হযরত ইবনে শিহাব যুহরী (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, খলীফা হযরত ওমর ইবনে আব্দুল আযীয (রহ) একদা আছরের নামাযে দেরী করলেন। হযরত ওরওয়াহ ইবনে যুবাইর (রাযিঃ) তাঁকে বললেন, সাবধান! জিবরাঈল এসেছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে নামায পড়েছিলেন। উমর (রাযিঃ) বললেন, হে ওরওয়াহ! (সনদ ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-এর নামোল্লেখ করে) কি বলছে? ওরওয়াহ বললেন, আমি বশীর ইবনে আবু মাসউদ হতে শুনেছি) তিনি বলেছেন, আমি আবু মাসউদ হতে শুনেছি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, জিবরাঈল এসে আমার ইমামতি করলেন, আর আমি তাঁর সাথে নামায পড়লাম (যোহর)। তারপর তাঁর সাথে (আছর) নামায পড়লাম, তারপর তাঁর সাথে (মাগরিব) নামায পড়লাম। তারপর তাঁর সাথে (এশা) নামায পড়লাম। তারপর তাঁর সাথে (ফজর) নামায পড়লাম। এ সময় তিনি (ﷺ) নিজ অঙ্গুলিসমূহ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাযের হিসাব করছিলেন। -বুখারী, মুসলিম
وَعَن ابْنِ شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ: أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ عُمَرُ: اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ فَقَالَ: سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يحْسب بأصابعه خمس صلوَات
