মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৫৭৪। হযরত বুরাইদাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমাদের এবং তাদের (মুনাফিকদের) মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হল নামায। সুতরাং যে নামায ছেড়ে দিবে সে (প্রকাশ্যে) কাফির হয়ে যাবে। -আহমদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمْ الصَّلَاةُ فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
