মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫৫৩
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৫৩। হযরত আব্দুল্লাহ্ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কোন ব্যক্তি তার হায়েজওয়ালী স্ত্রীর সাথে সঙ্গমলিপ্ত হলে সে যেন অর্ধ দীনার সদকা করে দেয়। –তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ
كتاب الطهارة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وَقَعَ الرَّجُلُ بِأَهْلِهِ وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد النَّسَائِيّ والدارمي وَابْن مَاجَه