মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪৮
- পাক-পবিত্রতার অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - হায়য-এর বর্ণনা
৫৪৮। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন অথচ আমি তখন হায়েজাক্রান্ত। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ الْحَيْضِ
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يتكئ على حجري وَأَنا حَائِض ثمَّ يقْرَأ الْقُرْآن
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)