মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫২১
- পাক-পবিত্রতার অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫২১। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি তাবুক যুদ্ধে নবী পাক (ﷺ)-কে অজু করিয়েছি। তিনি মোজার উপর দিক এবং নীচের দিক উভয়ই মাসেহ করেছেন। -আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ তিরমিযী বলেছেন হাদীছটি মা'লূল। আমি আবু যুর'আকে এবং ইমাম বুখারীকে এটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তাঁরা বলেছেন যে, এটি সহীহ-শুদ্ধ হাদীস নয়। অনুরূপভাবে আবু দাউদ (রাহঃ) ও এটিকে দুর্বল বলেছেন।
كتاب الطهارة
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: وَضَّأْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ فَمَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيثٌ مَعْلُولٌ وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ وَمُحَمَّدًا يَعْنَى الْبُخَارِيَّ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَا: لَيْسَ بِصَحِيحٍ. وَكَذَا ضعفه أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫২১ | মুসলিম বাংলা