মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৯৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৭। হযরত উম্মে কায়স বিনতে মিহছান হতে বর্ণিত রয়েছে। তিনি তার একটি ছোট শিশু নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাজির হলেন। শিশুটি তখনও খাবার খেতে শুরু করেনি। তিনি তাকে নিজ কোলে নিয়ে বসালেন। অমনি শিশুটি তার কাপড়ে প্রস্রাব করে দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) পানি এনে তাতে ঢেলে দিলেন কিন্তু ধৌত করলেন না। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن أم قيس بنت مُحصن: أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاء فنضحه وَلم يغسلهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯৭ | মুসলিম বাংলা