মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৯৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৫। হযরত আসওয়াদ এবং হাম্মাম (দুই তাবেয়ী) হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় হতে শুক্র খুঁটে উঠিয়ে ফেলতাম। -মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن الْأسود وَهَمَّام عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)