মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৯২
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯২। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মসজিদে থাকাকালে এক বেদুইন এসে মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ বলে উঠলেন, থাম থাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে বাধা দিও না, বরং তাকে তার অবস্থায়ই ছেড়ে দাও। এই কথায় তারা তাকে প্রস্রাব শেষ করা পর্যন্ত আর কোনরূপ বাধা দিল না। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) লোকটিকে ডেকে বললেন, দেখ, এই মসজিদ গৃহে এইভাবে প্রস্রাব করা বা অন্য কোনভাবে তা অপবিত্র করা সঙ্গত নয়। এতে শুধু আল্লাহর যিকির-আযকার, নামায এবং কুরআন তিলাওয়াত করা হয়। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অবিকল এই বাক্য বলেছেন অথবা এর অনুরূপ অপর কোন বাক্য। হযরত আনাস (রাযিঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে আদেশ করলে সে এক বালতি পানি এনে ঐ প্রস্রাবের উপর ঢেলে দিল। বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن أنس قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْ مَه قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزْرِمُوهُ دَعُوهُ» فَتَرَكُوهُ حَتَّى بَالَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تصلح لشَيْء من هَذَا الْبَوْل وَلَا القذر إِنَّمَا هِيَ لذكر الله عز وَجل وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ» أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأمر رَجُلًا مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فسنه عَلَيْهِ