মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৮৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা নবী পাক (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, মক্কা ও মদীনার মাঝে যে কূপসমূহে হিংস্র জন্তু, কুকুর ও গাধা পানি পান করতে আসে সেই কূপগুলোর পানি কি পাক? জবাবে তিনি বললেন, তারা যা পান করে ফেলেছে তা তাদের জন্য। আর যা অবশিষ্ট রয়েছে তা আমাদের জন্য পাক। —ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْحِيَاضِ الَّتِي بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ تَرِدُهَا السبَاع وَالْكلاب والحمر وَعَن الطُّهْرِ مِنْهَا فَقَالَ: لَهَا مَا حَمَلَتْ فِي بُطُونِهَا وَلَنَا مَا غَبَرَ طَهُورٌ. رَوَاهُ ابْنُ مَاجَه