মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৮০
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৮০। আবু যায়েদ হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জিন্নদের সাথে সাক্ষাতের রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তোমার মশকে কি বস্তু রয়েছে? তিনি বলেন, আমি বললাম, তাতে খেজুর ভেজানো পানি আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, খেজুর পবিত্র এবং পানি পবিত্রকারী (সুতরাং এই পানিতে অজু করতে বাধা কোথায়?) -আবু দাউদ
আর আহমদ ও তিরমিযী উক্ত হাদীসে এ অংশটুকু বৃদ্ধি করেছেন যে, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা দ্বারা অজু করলেন। তিরমিযী আরো বলেন, আবু যায়েদ একজন অপরিচিত ব্যক্তি, (সুতরাং তার মাধ্যমে বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয়। অথচ)
كتاب الطهارة
وَعَنْ أَبِي زَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ: «مَا فِي إِدَاوَتِكَ» قَالَ: قلت: نَبِيذ. فَقَالَ: «تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَزَادَ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ: فَتَوَضَّأَ مِنْهُ

وَقَالَ التِّرْمِذِيُّ: أَبُو زيد مَجْهُول وَصَحَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান