মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৭৮
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলে পাক (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ কূয়ার পানি দ্বারা অজু করতে পারি? তা তো এমন একটি কূপ যাতে হায়েজের নেকড়া, কুকুরের গোশত এবং দুর্গন্ধময় আবর্জনা ইত্যাদি নিক্ষেপ করা হয়। তিনি (ﷺ) বললেন, পানি পাক। কোন কিছুই তাকে নাপাক করতে পারে না। -আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী
كتاب الطهارة
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: قيل يَا رَسُولَ اللَّهِ أَنَتَوَضَّأُ مِنْ بِئْرٍ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا الْحِيَضُ وَلُحُومُ الْكِلَابِ وَالنَّتْنُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ