মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৭৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - পানির বিবরণ
৪৭৬। হযরত সায়েব ইবনে ইয়াযিদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার খালা আমাকে (একদা) নবী পাক (ﷺ)-এর নিকট নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার এই ভাগ্নেটি অসুস্থ। (এটা শুনে) তিনি (ﷺ) আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য কল্যাণ কামনা করলেন। তারপর তিনি অজু করলেন। আমি তাঁর অজুর পানি হতে কিছুটা পান করলাম। তারপর তাঁর পিছনে দাঁড়ালাম এবং তাঁর দুই কাঁধের মাঝখানে মশারীর পর্দার ঘুটির অনুরূপ মোহরে নুবয়াত দেখে ফেললাম। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
وَعَن السَّائِب بن يزِيد قَالَ: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لي بِالْبَرَكَةِ ثُمَّ تَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَين كَتفيهِ مثل زر الحجلة