মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৫৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৫৫। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ)* তাঁর বিভিন্ন স্ত্রীর নিকট যেতেন একই গোসলে। মাঝখানে গোসল করতেন না। (শুধু) অজু করতেন। -মুসলিম
* একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে পালাক্রমে প্রত্যেক স্ত্রীর কাছে ন্যূনতম একরাত করে অবস্থান করা ওয়াজিব। কিন্তু নবী করীম (ﷺ) পালা নির্ধারণ না করে কীভাবে একই রাতে সমস্ত স্ত্রীর সাথে সহবাস করলেন। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলোঃ (১) হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) বলেন, পালা নির্ধারণ করা হুজুর (ﷺ)-এর উপর ওয়াজিব ছিল না। তবে তিনি স্বেচ্ছায় নিজের তরফ হতে তাদের মধ্যে সমান ব্যবহার করতেন।
(২) আল্লামা শাওবানি (রহ) বলেন, সম্ভবত হুজুর (ﷺ) কোনো সফরে যাওয়ার আগে বা সফর হতে আগমন করে কারো জন্য পালা বা দিন তারিখ নির্ধারণ করার পূর্বেই একরাতে স্ত্রীদের সাথে সহবাস করেছেন। এটা ছাড়া অন্য কোনো কারণও হতে পারে।
(৩) অধিকাংশ ওলামার মতে তার উপর পালা নির্ধারণ করা ওয়াজিব ছিল বটে। তবে তিনি তাদের (স্ত্রীদের) অনুমতি ক্রমেই এরূপ করতেন।
মহানবী (ﷺ)-এর পবিত্রতমা স্ত্রীগণের মুবারক নামসমূহঃ
১। হযরত খাদীজাতুল কুবরা (রাযিঃ), ২। হযরত আয়েশা সিদ্দিকা (রাযিঃ), ৩। হযরত হাফসা (রাযিঃ), ৪। হযরত উম্মে হাবীবা (রাযিঃ), ৫। উম্মে সালমা (রাযিঃ), ৬। সাওদা (রাযিঃ), ৭। জয়নাব (রাযিঃ), ৮। মায়মুনা, ৯। উম্মুল মাসাকীন জয়নাব (রাযিঃ), ১০। জুওয়ায়রিয়া, ১১। সফিয়্যা (রাযিঃ)। (মেরকাত)
* একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে পালাক্রমে প্রত্যেক স্ত্রীর কাছে ন্যূনতম একরাত করে অবস্থান করা ওয়াজিব। কিন্তু নবী করীম (ﷺ) পালা নির্ধারণ না করে কীভাবে একই রাতে সমস্ত স্ত্রীর সাথে সহবাস করলেন। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলোঃ (১) হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) বলেন, পালা নির্ধারণ করা হুজুর (ﷺ)-এর উপর ওয়াজিব ছিল না। তবে তিনি স্বেচ্ছায় নিজের তরফ হতে তাদের মধ্যে সমান ব্যবহার করতেন।
(২) আল্লামা শাওবানি (রহ) বলেন, সম্ভবত হুজুর (ﷺ) কোনো সফরে যাওয়ার আগে বা সফর হতে আগমন করে কারো জন্য পালা বা দিন তারিখ নির্ধারণ করার পূর্বেই একরাতে স্ত্রীদের সাথে সহবাস করেছেন। এটা ছাড়া অন্য কোনো কারণও হতে পারে।
(৩) অধিকাংশ ওলামার মতে তার উপর পালা নির্ধারণ করা ওয়াজিব ছিল বটে। তবে তিনি তাদের (স্ত্রীদের) অনুমতি ক্রমেই এরূপ করতেন।
মহানবী (ﷺ)-এর পবিত্রতমা স্ত্রীগণের মুবারক নামসমূহঃ
১। হযরত খাদীজাতুল কুবরা (রাযিঃ), ২। হযরত আয়েশা সিদ্দিকা (রাযিঃ), ৩। হযরত হাফসা (রাযিঃ), ৪। হযরত উম্মে হাবীবা (রাযিঃ), ৫। উম্মে সালমা (রাযিঃ), ৬। সাওদা (রাযিঃ), ৭। জয়নাব (রাযিঃ), ৮। মায়মুনা, ৯। উম্মুল মাসাকীন জয়নাব (রাযিঃ), ১০। জুওয়ায়রিয়া, ১১। সফিয়্যা (রাযিঃ)। (মেরকাত)
كتاب الطهارة
بَابُ مُخَالَطَةِ الْجُنُبِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يطوف على نِسَائِهِ وَبِغسْلِ وَاحِد. رَوَاهُ مُسلم