মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৫১
- পাক-পবিত্রতার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নাপাক ব্যক্তির সাথে মেলামেশা
৪৫১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার আমার সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর সাক্ষাত ঘটল। তখন আমি (শুক্র স্খলনজনিত কারণে) অপবিত্র ছিলাম। (এমতাবস্থায়) তিনি আমার হাত ধরলেন এবং আমি তাঁর সাথে চলতে থাকলাম, যে পর্যন্ত না তিনি বসে গেলেন। এরপর সঙ্কুচিতভাবে (তাঁর নিকট হতে) সরে পড়লাম এবং যথাস্থানে গোসল করলাম। তারপর আবার আমি তাঁর নিকট উপস্থিত হলাম। তিনি তখনও সেখানে বসে বসা ছিলেন। (আমাকে দেখে) বললেন, হে আবু হুরায়রাহ! তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন আমি তাঁকে আমার ব্যাপারটি বললাম। তা শুনে তিনি বললেন, সুবহানাল্লাহ! (কি বলছ?) মু'মিন ব্যক্তি কখনও অপবিত্র হয়ে যায় না- এটা বুখারীর রেওয়ায়াত। এর ভাবার্থ মুসলিমও বর্ণনা করেছেন এবং সেই বর্ণনায় “আমি তাঁকে বললাম” এরপর এটি অতিরিক্ত রয়েছে, যখন আমার সাথে আপনার দেখা হল, তখন আমি অপবিত্র। অতএব আপনার কাছে আমার বসে থাকা অপছন্দ করলাম- যে পর্যন্ত না আমি গোসল করে আসি। বুখারীর অপর এক রেওয়ায়াতেও এরূপ রয়েছে।
كتاب الطهارة
بَابُ مُخَالَطَةِ الْجُنُبِ
عَن أَبِي هُرَيْرَةَ قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جُنُبٌ فَأَخَذَ بِيَدِي فمشيت مَعَهُ حَتَّى قَعَدَ فَانْسَلَلْتُ فَأَتَيْتُ الرَّحْلَ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ وَهُوَ قَاعِدٌ فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَة» فَقُلْتُ لَهُ فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجَسُ» . هَذَا لَفْظُ الْبُخَارِيِّ وَلِمُسْلِمٍ مَعْنَاهُ وَزَادَ بَعْدَ قَوْلِهِ: فَقُلْتُ لَهُ: لَقَدْ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ. وَكَذَا البُخَارِيّ فِي رِوَايَة أُخْرَى
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)