মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৪৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৯। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একদা) একব্যক্তি নবী পাক (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি নাপাকীর গোসল করে ফজরের নামায আদায় করার পর দেখলাম যে, এক নখ পরিমাণ জায়গায় পানি পৌঁছে নি। (আমার নামায আদায় হয়েছে কি?) তিনি বললেন, যদি ঐ সময় তুমি ঐ স্থানটির উপর তোমার ভেজা হাত মুছে নিতে তবে তাই তোমার পক্ষে যথেষ্ট হতো। -ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَن عَليّ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي اغْتَسَلْتُ مِنَ الْجَنَابَةِ وَصليت الْفجْر ثمَّ أَصبَحت فَرَأَيْتُ قَدْرَ مَوْضِعِ الظُّفُرِ لَمْ يُصِبْهُ الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتَ مَسَحْتَ عَلَيْهِ بِيَدِكَ أَجْزَأَكَ» . رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৯ | মুসলিম বাংলা